Pharmacy Management Software
About Lesson

ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়ারের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করব?

রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে ডেক্সটপ অথবা মোবাইলে ইন্টারনেট ব্রাউজারের চলে যাব। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ অপশন গিয়ে লিখবো www.pharmacyerp.org, এরপর এন্টার প্রেস করবো।

এন্টারে ক্লিক করার পর একটি পেজ দেখা যাবে।

ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার লগইন লিংকে ক্লিক করব।

এখন register your shop এই অপশনে ক্লিক করবো।

register your shop এই অপশনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন এর মূল ফরমটি সামনে আসবে।

এখানে একটি বিষয় লক্ষ রাখতে হবে যে অপশন গুলোর পাশে রেড ষ্টার আছে সেগুলো অবশ্যই পুরন করতে হবে।

ফর্মটির প্রথম অপশনে দেখা যাবে শপ লোগো যদি থাকে তবে আপলোড দিবেন না থাকলে প্রয়োজন নেই।

এখন দেখব শপ অর ফার্মেসি টাইম.

এখানে সিলেক্ট করবেন মডেল মেডিসিন শপ

পরের অপশনটিতে এখানে আপনার দোকানের নামটি উল্লেখ করবেন। আমরা এখানে উদাহরণস্বরূপ মা ফার্মেসি উল্লেখ করছি।

তারপরে অপশনটি আছে শপ কোড।

শপ কোডটি আপনার ফার্মেসি নামের সাথে মিল রেখে দিবেন।

উদাহরণ স্বরূপ, আমরা এখানে ব্যবহার করছি এম এ পি এইচ এ, মা ফার্মেসির মা এবং ফার্মেসির পি এইচ এ।

পরের অপশন ড্রাগ লাইসেন্স নাম্বার।

আপনার যে ড্রাগ লাইসেন্স নাম্বার টি আছে সেটি এখানে লিখবেন।

এরপর ইয়ার অফ স্টাব্লিসমেন্ট,আপনার দোকানের প্রতিষ্ঠা সাল এখানে উল্লেখ করবেন।

আপনার ইমেইল আইডিটি এখানে লিখবেন।

Join the conversation
0% Complete