স্ক্রিপ্টঃ নিজের মাতৃভাষা ব্যতীত অন্য ভাষায় নিজের বক্তব্য উপস্থাপনার একদম প্রাথমিক প্রস্তুতি হবে মূল বক্তব্য নিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করে ফেলা। গুরুত্বপূ্র্ণ অংশগুলো যে ভাষায় উপস্থাপন করবেন সে ভাষার স্থানীয় কারো সাহায্য নিয়ে স্ক্রিপ্ট তৈরি করা প্রয়োজন।
বারবার চর্চা করাঃ যেহেতু অন্য ভাষা, তাই ভালো উপস্থাপনার জন্য বারংবার প্র্যাকটিস করা প্রয়োজন। সাধারণত চার থেকে ছয়বার প্র্যাকটিস করলে সভায় বক্তব্য দেওয়ার জন্য যথেষ্ঠ। প্র্যাকটিসের সময় নিজেকে রেকর্ড করে শুনবেন এবং যেখানে বলার সমস্যা হচ্ছে সে অংশগুলো যে ভাষায় উপস্থাপন করবেন সে ভাষার স্থানীয় কারো সাহায্য নিয়ে শুধরানোর চেষ্টা করুন।
জোর দিয়ে উচ্চারণঃমানুষ সাধারণত শব্দের চাইতে বেশি স্বর বা কথা বলার টোন বেশি খেয়াল করে। এবং শুধুমাত্র মূল শব্দগুলো মন দিয়ে শুনে। এ বিষয়টিকে নিজের কাজে লাগাতে চেষ্টা করুন। উপস্থাপনার সময় মূল বিষয় এবং মূল শব্দ যা দিয়ে আপনার মূল বক্তব্য ফুটিয়ে তুলতে পারবেন সেই শব্দগুলো ব্যবহার করুন এবং বলার সময় জোর দিয়ে বলুন। এবং গুরুত্বপূর্ণ শব্দ বা পয়েন্ট ব্যাখ্যা করার সময় নিজের জন্য সময় নিয়ে নিন। ধীরে কথা বলুন। শ্রোতা যখন শোনে তার মস্তিষ্ক বিভিন্নভাবে ব্যস্ত থাকে সুতরাং, কন্ঠস্বর উচুঁ করে এবং ধীরে বলে আপনি শ্রোতাকে আপনার মূলবক্তব্য বুঝিয়ে দিতে সাহায্য করুন।
অংগভংগী বা বডি ল্যাংগুয়েজঃ মানুষের কাছে পৌঁছানোর জন্য সঠিক বডি ল্যাংগুয়েজ এর ব্যবহার ভিষণ জরুরী। ভিডিও রেকর্ডিং করে প্র্যাকটিস করুন। মূল বিষয়বস্তু বলার সময় সঠিক বডি ল্যাংগুয়ে (মুখ, চোখ বা হাতের ব্যবহার) ব্যবহার করে মূল বক্তব্যটিকে সুন্দর করে ফুুুুুটিয়ে তুলুন।
টেকনিক্যাল শব্দের ব্যবহারঃ আপনার শ্রোতা যদি টেকনিক্যাল শ্রোতা হয় অর্থাৎ আপনার টেকনিক্যাল শব্দগুলোর সাথে যদি তারা ভালোভাবে পরিচিত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে টেকনিক্যাল শব্দ ব্যবহার করুন।