About Lesson
একজন বক্তাকে শ্রোতা ৭০ ভাগ তার শরীরী ভাষা বা বডি ল্যাংগুয়েজ এর মাধ্যমে, ২০ ভাগ তার কণ্ঠস্বরের জন্য এবং মাত্র ১০ ভাগ তার আলোচনার বিষয়বস্তুর উপর বিচার করে। সুতরাং
- যেকোন উপস্থাপনার সময় সোজা হয়ে দাড়িয়ে উপস্থাপন করুন
- পোডিয়ামের পিছনে নিজেকে লুকিয়ে রাখবেন না। শ্রোতার সামনে দাড়িয়ে উপস্থাপন করুন
- পজিটিভ এবং খোলা বডি ল্যাংগুয়েজ ব্যবহার করুন- দুহাত ভাজ করে রাখা বা পকেটে হাত ঢুকিয়ে রাখা বা শ্রোতাকে হাত দিয়ে থামিয়ে রাখা এ ধরনের বডি ল্যাংগুয়েজ পরিহার করুন।
- হাসুন।যেখানে প্রযোজ্য এমন স্থানে হাসুন। এমনকি অডিও উপস্থাপনাতেও হাসুন। শ্রোতারা না দেখলেও বুঝতে পারবে।
- কণ্ঠস্বরের ওঠা নামা ব্যবহার করুন।
- প্রস্তুতির সময় নিজেকে রেকর্ড করে শুনুন।
- সম্ভবহলে মাইক্রোফোনে সাউন্ডচেক করে নিতে পারেন। এবং মাইক্রোফোনে কথা বলা চর্চা করুণ।
- যেকোন উপস্থাপনার আগে ৪-৬ বার প্র্যাকটিস করুন।
Join the conversation